তখনো বিশ্ব সংসারের সব থেকে উত্তম পুরুষ হয়ে উঠিনি
ভোরের মুখ লুকনো কিংকর্তব্যহীনতায় ভোগা এক
অদখোয়া মানুষ আমি।
অতপর
ভোরের স্নিগ্ধতা হয়ে যখন তুমি এলে,
কেমন ভাবে চিরচেনা আমি
অভিসারে অকুতভয়ে বেরোয় এসেছি
এই পৃথিবীর বুকে।
চিনেছি নিজের অবয়ব কিংবা
না জানা বিমূর্ততাকে।
আত্মচিৎকারে হিংসার পরিধিতে
যেখানে মানুষ কেবল খুঁজে ফেরে নিজের গন্তব্যে,
কিভাবে দেখ চেয়ে নিজেকে—
হাতছানি দিয়ে আলিঙ্গনে, আবদারে, আবেগে, আশায়, আশংকায়
বেঁধেছ আমাকে।
জানি চিত্তে তোমার সহস্র বিরাগ বিভাজন—
শ-শতাংশই কেবল নিরেট নিস্তব্ধ।
তোমাকে ভালো না বেশে যাই কোথায়?
— তুমি
— সঞ্জয় বিশ্বাস
১৫ অক্টোবর ২০২৫
