অভাব
সঞ্জয় বিশ্বাস
মা বাড়ি নেই
অগোছালো হয়ে পড়ে আছে সব
জালনার পর্দাটা ও বন্ধ করে নি কেউ,
ধুপ ধোয়ার গন্ধ নেই কোথাও
একবারে করা রান্নাটা ফ্রিজ থেকে গরম করে খাচ্ছি।
কি রে কি খাবি, কি রান্না করবো জিজ্ঞেস করে না কেউ।
সকালে ফ্যানটা বন্ধ করে না কেউ।
প্রতিবেশী জিজ্ঞেস করে মা কোথায় গেছে ব্যাস এইটুকই।
শান্ত সব।
আমি ভাবছি সেই কঠিন দিনের কথা?
কি হবে সেদিন? শক্তির জোগান দেবে কে?
পারবো তো সামলে নিতে?
হয়ত না বা হ্যা হয়তো অন্তহীনে মিলিয়ে যাবার অভিপ্রায়।
