একটা অভিযোগ ছিল মনের বিরুদ্ধে ।
সঞ্জয়
২০/১১/২০২৫

রহস্য ভেদ করে এসেছি
ফিরে দেখবোনা বলে
কত লড়াই কত ক্লান্ত ভবঘুরে
জীবনবোধ শিখিয়ে দিয়েছে
তাদের,
তখনও দুঃখ পেতে মানা
যে মানুষ যায় কিছু দিয়ে যায়
সে মানুষ থাকে স্বেচ্ছায়
বা যারা আশা রাখে না
যেটা বাস্তব জেনে
পিছিয়ে যাওয়া,
কিংবা কখনো নিজের জন্যে বাচা,
একের পর এক নতুন কিছু সমস্যা
আপোষ না করা,
বা ধরো বিদ্রোহ কলরব
অনধিকার চর্চা,
আত্মচিৎকারে বলিদান
হেরে গেছি জেনে নিভৃতে উৎক্ষেপন
আর কি তবে পাওয়া গেল ফিরে
সেই কল্পনার তথাকথিত চরিত্রকে
যা কিনা রূঢ় বাস্তবকেও হার মানায়?
তবে
একটা অভিযোগ ছিল মনের বিরুদ্ধে ।