তারে বলে দিও – A Bengali Love Poem by Sanjay Biswas

তারে বলে দিও।

  -সঞ্জয় বিশ্বাস

২২-০৭-২০২৫ (২:১৩)


রূপকথার মতো যখন তোমায় কুড়িয়ে পেলাম,
তখন তোমার খুব ভালবাসার প্রয়োজন,
আদরে, যত্নে হিসাবে বানানে, খামখেয়ালী পনায়
মিশে গেলাম,
নিশিযাপনেও যে এত সুখ, এত শক্তি
কাজে বেরিয়ে যাই প্রবল উদ্যম।
মাঝে মধ্য ভুল করেই বসি,
প্রেমটা শেখা হয় নি,
ফিরে ফিরে আসি নীড়ে।
অবিকল যেন তোমায় খুঁজে পাই
যেন আরো বেশি প্রগাঢ় তুমি,
যেন এক সমুদ্দুর আদরের বস্তা,
যেনো মিশে যেতে চায় আবেগে, ভালবাসায়, অভিমানে,
তোমার যে শব্দ যুগল
কোলে তুলে নিয়েছি, হৃদয়াঙ্গম করেছি,
ভেবেছি এই বুঝি কমে যাবে শ্রদ্ধা, প্রীতি, বিনয়,
যেন ক্রমশ ঊর্ধ্বমুখী পুঁজিবাজার,
তোমার গালের তিল,
কিংবা গলার স্বরের স্নিগ্ধতা 
সব আমার শরীরের পুঞ্জে পুঞ্জিভূত।
তোমার শরীরের বৃষ্টি,
অবহেলা, কিংবা জ্বর 
কিংবা অভিযোগে আত্নহারায় হাত ছাড়া,
সবই জানি আর বুঝি বলেই না জানিয়েই ভালবাসি।

Tare Bole Dio – Bengali Love Poem Thumbnail




Previous Post Next Post

Contact Form