রাত্রির মন খারাপ ও শিউলি ফুল: এক বিষাদের কথোপকথন | সঞ্জয় বিশ্বাস

রাত্রির মন খারাপ 
শিউলি ফুলের বৃথা প্রহর গুণে 
বোঝানোর শত চেষ্টা ।

অথচ ও জানেই না 
ঝরে গেলে ফিরে না আসে সে।
এমনটা নাই বা হতো।
ফিরে দেখা লেখার শতশত ছোয়া 
কদবেল মাখানোর গন্ধ 
নরম অধর, ফেলে এসেছি 
বহুদিন হলো,
ফেরা হয়নি তার ভাল থাকা নিয়ে
যত বিলাপ মনস্তাপ।

আসলে এদিকে কেউ দেখেনা,
এই বুঝি দিন ক্ষনিয়ে এলো
শিউলি যে গন্ধ তুমি ছড়িয়েছো
তার অন্ত হোক এবার,

কেন জানিনা রাত্রির মন খারাপ হয় 
যখন পুরো পৃথিবী গেছে মরে ঘোরে 
তখন তুমি আসো তোমার গন্ধ ছড়াতে।
জানো তুমি পারতে তুমি নিশ্চয়ই পারতে 
ভগ্নদশায় উপরিত হওয়া 
এক বিষাদের শব্দ হতে ।

অতিবাহিত হয়েছে সহস্র প্রহর 
তুমি ফুটবে পুনরাত ভেবে 
আর জীবন চরিত লেখা হয় নি এ জগতে!
কেবল মেপে  দেখা হয়েছে 
এক অপরাজেয় কে ওষ্ঠরোধ্য করতে!

তুমি জিতেছো, তুমিই জিতেছো ।


              - কথোপকথন 
              -  সঞ্জয় বিশ্বাস ০৭/০১/২০২৬


শিউলি ফুলের গন্ধে ভরা নিঃশব্দ রাত, বিষণ্ণতার প্রতীক
Previous Post Next Post

Contact Form