প্রিয় রূপকথা !
তুমি ধরাদিয়েছিলে যেন তাই,
আনখ সমুদ্দুর কে ও জয় করার আকাঙ্ক্ষা ।
বহু তই ঝই রং মিশালে,
বার বার দৈনিক দিনন্তে
জানান দিয়েছিল এ সুখ ও যে ধরা পড়ার নয় ।
আদ্যপান্ত খুঁজে
বহু শব্দের কাঙ্খিত রূপরেখা ধরে,
রূপকথা তুমি সমাপিকা ক্রিয়ার মতো
এ বারান্দায় পদার্পণ করলে ।
রাত বিরত, নিদ্রাহীন কোলাহল
সব পেরিয়ে এসেছি
বসন্তের অশোকের ন্যায় একা।
প্রিয় মানুষ বলতে যে কয়েকজন ছিল
তার সবগুলোই তোমার নামান্তর।
জটিল মায়াপথ ধরে যতদূর এগিয়ে যাই
সবখানে রূপকথা তোমার উপলব্ধি খুঁজি তাই।
যে লেশ ছড়িয়ে আছে
অস্তিত্বহীনতায় তার,
এ এক অঘটঘটনপটিয়সি।
বদলে গেছে অনেক কিছু!
ভাবতে ভাবনায় সপ্তম পেরিয়ে অষ্টআশি হাজার
মহা সমুদ্র পেরিয়ে এসেছি,
যে রুক্ষ প্রান্তরে অশ্রুশিক্ত মনীষীকে
ফেলে বহুদূর তোমার অবস্থান রূপকথা ।
লেগে আছে হাতের আঁচড়,
শরীরের লবণাক্ত সৌরভ,
কিংবা জোৎসার মতো কোমল কন্ঠ।
কেমন আছো পুরানো পৃষ্ঠা, দৃষ্টি
প্রিয় প্রতিপাদ্য বা সম্পাদ্য?
এসো মহিমা এসো তরানিত্ব ত্বরণ,
এসো ভূমি, এসো বায়ু, এসো সুন্দর
এইখানে দাড়ায়ে ভগ্ন দশায় ক্লান্ত,
বনিতা ও আমি ।
আমাকে দাও নিস্তার, কিংবা পারিশ্রমিক।
- আমরা কেবল ভেসে যাই
- সঞ্জয় (১৬/০১/২০২৬) রাত্রি ০১:৪৯