কেউ কোথাও নেই
- সঞ্জয় বিশ্বাস
আমি শান্ত বসে আছি।
মনে পড়ছে সেই অভিব্যক্তি গুলো—
কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষ,
সবকিছু পাল্টে রেখে গেছিল আমাকে।
এখন শুধরে নিয়েছি নিজেকে।
কাকে শোনাব সে কথা? কে শুনবে?
যেমন ভাবে হাজারো নক্ষত্রের মাঝে আমি বিবর্ণ,
বসন্তের কাঁচা রাস্তায় উড়ো ধুলোর মতো।
সবাই বদলে গিয়েছে—
জোছনা, সবুজ পাতা, বিম্বিসারের অন্ধকার,
আর তুমি।
দেখো, আমি কেমন দাঁড়িয়ে সেই একই রকম।
যেমন চিরচেনা অজস্র সমুদ্রের উপচে পড়া ঢেউ,
পাহাড়ি আকাশে ঘাসের যত স্নিগ্ধতা,
প্রাচীন ইতিহাসের মহাকাব্যের পুরনো পাতার গন্ধ,
কিংবা ঘোলা জলে বিমূর্ততার প্রতিবিম্ব খোঁজার মতো তেমন।
দিন দিন করে কেটে গেছে প্রশস্ত সময়,
মরুভূমির ঝড়ে উড়ে যাওয়া বালির মতো।
কেন কেউ শুনবে?
জানো, মানুষ ছুটছে—
কর্মে, ধর্মে, বিপ্লবে, অর্থে, স্বার্থে।
কোথাও কেউ শান্ত নেই।
কেবল ছুটেই চলেছে,
হারাচ্ছে, সময়ে মিলিয়ে যাচ্ছে ব্যস্ততায়।
কিন্তু আমি—
জীর্ণ-শীর্ণ, কিসের আদরে-আবদারে,
শান্ত হয়েই বসে আছি।
মনে পড়ছে সেই অভিব্যক্তি গুলো—
কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষ,
সবকিছু পাল্টে রেখে গেছিল আমাকে।
এখন শুধরে নিয়েছি নিজেকে।
কাকে শোনাব সে কথা? কে শুনবে?
যেমন ভাবে হাজারো নক্ষত্রের মাঝে আমি বিবর্ণ,
বসন্তের কাঁচা রাস্তায় উড়ো ধুলোর মতো।
সবাই বদলে গিয়েছে—
জোছনা, সবুজ পাতা, বিম্বিসারের অন্ধকার,
আর তুমি।
দেখো, আমি কেমন দাঁড়িয়ে সেই একই রকম।
যেমন চিরচেনা অজস্র সমুদ্রের উপচে পড়া ঢেউ,
পাহাড়ি আকাশে ঘাসের যত স্নিগ্ধতা,
প্রাচীন ইতিহাসের মহাকাব্যের পুরনো পাতার গন্ধ,
কিংবা ঘোলা জলে বিমূর্ততার প্রতিবিম্ব খোঁজার মতো তেমন।
দিন দিন করে কেটে গেছে প্রশস্ত সময়,
মরুভূমির ঝড়ে উড়ে যাওয়া বালির মতো।
কেন কেউ শুনবে?
জানো, মানুষ ছুটছে—
কর্মে, ধর্মে, বিপ্লবে, অর্থে, স্বার্থে।
কোথাও কেউ শান্ত নেই।
কেবল ছুটেই চলেছে,
হারাচ্ছে, সময়ে মিলিয়ে যাচ্ছে ব্যস্ততায়।
কিন্তু আমি—
জীর্ণ-শীর্ণ, কিসের আদরে-আবদারে,
শান্ত হয়েই বসে আছি।
